সময়ের জনমাধ্যম

রাজধানীসহ সারাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত

বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার। প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রার কোনও তথ্য পাওয়া যায়নি।

সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর আগে গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়।

ইএসমিএস জানিয়েছে, ভূমিকম্পটি ভারতের মেঘালয়, বাংলাদেশ, আসামে অনুভূত হয়েছে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের গোয়ালপাড়ায়।

চলতি বছরে এখন পর্যন্ত (১৭ সেপ্টেম্বর) ১০টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে দেশে। এতে জানমালের তেমন ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা।