সময়ের জনমাধ্যম

রাজধানীর বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি

টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর অবশেষে বৃষ্টির দেখা মিলল রাজধানীতে। বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার আকাশ মেঘে ঢেকে যায়। এরপর দুপুর দেড়টা নাগাদ মতিঝিল, পল্টন, প্রেসক্লাব, গুলিস্তান, জিরো পয়েন্ট, টিকাটুলি, কাকরাইল, কমলাপুর ও পুরান ঢাকার বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়। প্রথমে হালকা বৃষ্টি হলেও পরবর্তীতে এর তীব্রতা বাড়ে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বুধবার সকাল ৯ টা থেকে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে অধিদপ্তর আরও জানায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।