সময়ের জনমাধ্যম

‘রাইফেল থাকলে ভারত জিতবে না’ আম্পায়ারিং নিয়ে অশ্বিনের তীব্র ক্ষোভ

লর্ডস টেস্টের শেষ দিনে নাটকীয় সমীকরণ—জয়ের জন্য ভারতের দরকার ১৩৫ রান, ইংল্যান্ডের প্রয়োজন মাত্র ৬ উইকেট। এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তে আম্পায়ার পল রাইফেল-এর সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ চতুর্থ দিনের খেলা নিয়ে কথা বলতে গিয়ে অশ্বিন বলেন, রাইফেল আম্পায়ারিং করলে ভারত জিতবে না। তিনি আরও জানান, তার বাবা ম্যাচ দেখতে গিয়ে এমন মন্তব্য করেছেন।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জো রুটের পক্ষে যাওয়া সিদ্ধান্ত নিয়ে অশ্বিন বিশেষভাবে অসন্তুষ্ট। মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিউর জোরালো আবেদন করা হলে রাইফেল সেটি নটআউট দেন। ভারত রিভিউ নিলে বল দেখা যায় স্টাম্পে লাগছে, তবে সিদ্ধান্তটি ‘আম্পায়ার্স কল’ হওয়ায় মূল সিদ্ধান্ত বহাল থাকে।

অশ্বিন বলেন, ‘আমি বলছি না রাইফেল ইচ্ছা করে সিদ্ধান্ত দিচ্ছেন। কিন্তু যখন ভারত বোলিং করে, তখন তিনি প্রায়ই নটআউট ভাবেন। আর ভারত ব্যাটিংয়ে থাকলে তিনি সহজেই আউট দিয়ে দেন।’

তিনি আরও বলেন, ‘এটা শুধু ভারতের ক্ষেত্রেই না। যদি অন্য দলের ক্ষেত্রেও এমন হয়, তবে আইসিসির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।’

চতুর্থ দিনের শেষ দিকে আম্পায়ারের আরেকটি বিতর্ক তৈরি হয়, যখন ব্রাইডন কার্সের বলে শুবমান গিল-কে আউট দেন রাইফেল। ডিআরএসে স্পষ্ট দেখা যায় ব্যাট ও বলের মাঝে বড় ব্যবধান ছিল।

অশ্বিন মজা করে বলেন, ‘আমার একটা সেডন কার আছে। ওই ব্যাট-বলের ফাঁক দিয়ে আমার গাড়িটা ঢুকে যাবে। এত বড় গ্যাপ ছিল!’

তিনি যোগ করেন, ‘আমার বাবা পাশে বসে খেলাটা দেখছিলেন। তিনি বললেন, ‘পল রাইফেল থাকলে ভারত জিতবে না।’

অশ্বিনের মতোই রাইফেলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে। ধারাভাষ্যে তিনি বলেন, ‘মনে হচ্ছে রাইফেল ঠিক করে রেখেছেন, ভারতের বোলিংয়ে কিছুতেই আউট দেওয়া হবে না। কাছাকাছি কিছু হলেও, নটআউটই থাকছে।’

এই টেস্টে এখন পর্যন্ত পল রাইফেলের দেওয়া সিদ্ধান্তে ১১ বার রিভিউ হয়েছে, যার মধ্যে ৯টিই করেছে ভারত। এর মধ্যে ৪টি রিভিউ সফল হয়েছে, ২টি ব্যর্থ হয়েছে ‘আম্পায়ার্স কল’ এর কারণে।

অন্যদিকে, বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ-এর দুটি সিদ্ধান্তে রিভিউ হয়েছে, দুটিতেই সফল হয়েছে ভারত।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তৃতীয় ও গুরুত্বপূর্ণ এই টেস্টে দুই দলই এখন জয়ের সম্ভাবনায় দাঁড়িয়ে। অস্ট্রেলীয় আম্পায়ার পল রাইফেলের একাধিক সিদ্ধান্ত ভারতীয় শিবিরে অসন্তোষ তৈরি করলেও, শেষ হাসি কে হাসে—তা জানার অপেক্ষা আর কয়েক ঘণ্টার।