যুক্তরাষ্ট্রে বিএনপি নেতা আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী পালন


যুক্তরাষ্ট্রে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটস জামে মসজিদে আব্দুল মতিন স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও মিলাদের মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ এর সার্বিক সহযোগিতায় দোয়া ও মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ গিয়াস উদ্দিন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্রের শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মাহবুবুর রহমান মুকুল, সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা নাসিম আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা শেখ ইউসুফ আলী, হাবিবুর রহমান, মাহবুবুর রহমানসহ আরও অনেকেই।
বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক এর সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক সিটি বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান হোসাইন দোয়া ও মিলাদ মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন।
মাহফিলের শুরুতে জাতীয়তাবাদী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোতাহার হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামিক মূল্যবোধের রাজনীতিতে শুরু থেকে সক্রিয় ছিলেন বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরী। তিনি বিএনপির রাজনীতিতে সর্বদাই নিজেকে উৎসর্গ করেছেন। খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্রের যাত্রা সর্বদায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল ছিলেন।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক। দোয়া মাহফিলে মরহুম আব্দুল মতিন চৌধুরীমের আত্মার মাগফেরাত কামনা এবং শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং তার কনিষ্ঠ পুত্রের আরাফাত রহমান কোকো আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দীর্ঘায়ু শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।