সময়ের জনমাধ্যম

যুক্তরাষ্ট্রের দুই সংস্থার সঙ্গে বৈঠক করবে ইসি

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে যুক্তরাষ্ট্রের দুই সংস্থার সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে রোববার (১০ সেপ্টেম্বর) এ বৈঠকে বসবে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, সংস্থাটি দুটি হচ্ছে আইআরআই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট) ও এনডিআই (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট)। সংস্থা দু’টি বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণসহ গণতান্ত্রিত চর্চার উন্নয়ন নিয়ে কাজ করে।

কর্মকর্তারা বলছেন, তাদের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক টিম আসবে। এতে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে বিভিন্ন আইন-কানুন ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে। বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে তারা জানান।

উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরের প্রথমার্ধে হতে পারে। আর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।