যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে ফিরে গেল বিমানের ফ্লাইট


চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ঢাকায় রওনা হওয়ার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখায় ফ্লাইটটি মাঝপথ থেকে চট্টগ্রামে ফিরে গেছে।
জানা গেছে, ২৮৭ জন যাত্রী নিয়ে বিজি-১৪৮ ফ্লাইটটি সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ছাড়ে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি চট্টগ্রাম ফিরে যায়। দুই ঘণ্টা অপেক্ষার পর যাত্রীদের বিমানের অন্য একটি ফ্লাইটে আবার ঢাকা পাঠানো হচ্ছে।
বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিমানটি দুবাই থেকে যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে অবতরণ করে সকাল ৭টা ১৫ মিনিটে। পরে ২৮৭ জন যাত্রী নিয়ে এটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ২১ মিনিট পর আবার ফিরে আসে। বিমানটি এখন বে নম্বর-৮ এ অবস্থান করছে। ফ্লাইটের যাত্রীরা নিরাপদে রয়েছেন। তাদের বিমানের অন্য একটি ফ্লাইটে ঢাকা পাঠানো হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এই বিমানটি ছেড়ে যাবে।’