মোস্তাফিজ ইস্যু: বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ

আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনার পর কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মোস্তাফিজকে সরিয়ে দেওয়ার পর এমন সিদ্ধান্ত নিলো বাংলাদেশ। বিষয়টি ঘিরে দেশজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যেই আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিলো সরকার।
সরকারি সূত্রগুলো বলছে, জাতীয় স্বার্থ ও দেশের ক্রিকেটারদের মর্যাদার প্রশ্নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোস্তাফিজুরের মতো একজন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না, এমন মনোভাব থেকেই এই পদক্ষেপ।
গতকাল রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার এর আইনি ভিত্তি পর্যালোচনা করছে বলে জানিয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এর আগে শনিবার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অনুরোধ জানান।
আইপিএল সম্প্রচার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত ব্যাখ্যা ও পরবর্তী করণীয় সম্পর্কে শিগগিরই আনুষ্ঠানিকভাবে সরকার ঘোষণা দেবে বলে জানা গেছে।


















