সময়ের জনমাধ্যম

মেসির সেই ১০ নম্বর জার্সি উঠছে লামিন ইয়ামালের গায়ে

মাত্র ১৭ বছর বয়সে ফুটবল বিশ্বে তোলাপাড় শুরু করেছেন বার্সার তরুণ তুর্কি লামিন ইয়ামাল। ক্লাবের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি, যা গায়ে জড়িয়েছেন মেসি, রোনালদিনহো আর রিভালদোর মত মহারথীরা, এবার সেই জার্সি জড়াবেন বার্সার ছোট্ট জাদুকর।

নতুন চুক্তি, অতুলনীয় রিলিজ ক্লজ:

লা মাসিয়ার মেধাবী ছেলেটি বার্সার সঙ্গে করতে যাচ্ছে দীর্ঘমেয়াদী নতুন চুক্তি। তবে এটি কার্যকর হবে তার ১৮ বছর পূর্ণ হওয়ার পর। কথায় আছে নেড়া বেলতলায় যায় এক বার, কাতালানরাও সে পথেই হাটছে, করছেনা নেইমারকে নিয়ে করা ভুলের পুনরাবৃত্তি। লামিনের সাথে এক বিলিয়ন ইউরো রিলিজ ক্লজ সংযুক্ত করবে বার্সা।

মেসি থেকে ইয়ামাল: পাথেয় এক ধারায়:

বর্তমান সময়ে ইয়ামাল পরছেন ১৯ নম্বর জার্সি—একই নম্বর তার আইকন মেসিও পরতেন। ২০০৮ সালে মেসি পেয়েছিলেন ১০ নম্বর, এবার তারই উত্তরসূরি হচ্ছেন ইয়ামাল।

ফ্লিকের অধীনে ফর্ম:

হান্সি ফ্লিকের অধীনে ইয়ামাল খেলছেন গ্রহের ফুটবল। ঘরোয়া ট্রেবল জয়ে অসাধারণ অবদান ছিল তার; গত দুই মৌসুমে মাঠে কাটিয়েছেন প্রায় ৮,৬০০ মিনিট! বার্সা ক্লাব বিশ্বকাপে না থাকায় বিশ্রামে থেকে রিচার্জড হয়ে ফেরার সুযোগ পাচ্ছেন কাতালান ম্যাজিক বয়।

ব্যালন ডি’অর দৃষ্টিসীমায়!

অনেকে ইতোমধ্যে ইয়ামালকে ২০২৫ সালের ব্যালন ডি’অরের শীর্ষ প্রার্থী হিসেবে দেখতে শুরু করেছেন। বয়স অল্প কিন্তু তাকে ঘিরে এত বেশি উচ্চাকাঙ্ক্ষার চাপ, বলাই বাহুল্য মেসি যুগের পর ইয়ামালকে মাথায় তুলে নাচার নতুন উপলক্ষ্য পেয়েছে বার্সার ফ্যানরা।