ইন্টার মায়ামির জন্য দুঃসংবাদ! দলের অধিনায়ক ও বিশ্ব ফুটবলের সেরা তারকা লিওনেল মেসি ডান পায়ে হালকা মাংসপেশির চোটে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে খেলার সময় তাকে মাত্র ১১ মিনিট পরেই মাঠ ছাড়তে হয়। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এটি একটি 'মাইনর ইনজুরি'। মেসির মাঠে ফেরার সময় নির্ভর করছে তার শারীরিক উন্নতির ওপর।
নেকাক্সার বিরুদ্ধে ম্যাচে বিপক্ষ দলের দুই ডিফেন্ডারের সঙ্গে বক্সে সংঘর্ষে জড়ানোর পর মেসির অস্বস্তি অনুভব করেন মেসি। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরও তিনি খেলা চালিয়ে যেতে পারেননি এবং ৪ মিনিট পর নিজেই মাঠ ছেড়ে চলে যান।
ক্লাবের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘গত রাতে নেকাক্সার বিপক্ষে লিগস কাপ ম্যাচে খেলার সময় লিওনেল মেসি ডান পায়ে হালকা মাংসপেশির অস্বস্তি অনুভব করেন। পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, এটি একটি মাইনর ইনজুরি। তিনি কবে মাঠে ফিরবেন তা নির্ভর করবে তার চিকিৎসা ও সুস্থতার অগ্রগতির ওপর।’
মেসি মাঠ থেকে বেরিয়ে গেলেও ইন্টার মায়ামি হাল ছাড়েনি। ২-২ গোলে ম্যাচ ড্র করার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় লাভ করে মেসির দল। জর্দি আলবার ৯২তম মিনিটে করা গোলে ভাগ্য ফেরে মায়ামির। এই জয়ের ফলে দুই ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ইন্টার লিগস কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথে রয়েছে দলটি।
৩৭ বছর বয়সী মেসির ওপর খেলার চাপ ক্রমশ বাড়ছে। ২০২৫ সালে ইন্টার মায়ামির হয়ে মোট ৩১টি ম্যাচ খেলেছেন এবং ২৫৮১ মিনিট মাঠে ছিলেন তিনি। দেশের হয়েও মেসি আরও দুটি ম্যাচ খেলেছেন। মায়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো বাড়তি চাপ কমাতে কিছু ম্যাচে তাকে 'লোড ম্যানেজমেন্ট'-এর জন্য বিশ্রাম দিয়েছিলেন।
গত বছর কোপা আমেরিকা থেকে ইনজুরি নিয়ে ফেরার কারণে মেসি পুরো লিগস কাপ মিস করেছিলেন। ভক্তরা আশঙ্কা করছেন, এবারও যেন একই ঘটনার পুনরাবৃত্তি না হয়। ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ আগামী বুধবার (৭ আগস্ট) লিগস কাপে পুমাসের বিরুদ্ধে। সেই ম্যাচে মেসিকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, মেসির চোটের উন্নতির ওপর ভিত্তি করেই তাকে মাঠে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
মেসির ইনজুরি বড় না হওয়ায় ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও, এই বয়সে তার প্রতিটি মুহূর্তের খেলা নিয়ে সতর্ক থাকা জরুরি। সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে তাদের প্রিয় তারকা মাঠে ফিরে গোল করবেন এবং স্টেডিয়াম আবারও "মেসি! মেসি!" ধ্বনিতে মুখরিত হবে।