সময়ের জনমাধ্যম

মেসিকে ঘরের ছেলে করেই রেখে দিতে চায় ইন্টার মায়ামি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে আরও দীর্ঘ সময় মাঠে দেখতে চায় ইন্টার মায়ামি। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি থাকলেও, চুক্তি নবায়নের আলোচনায় ব্যস্ত ক্লাবটি। সম্প্রতি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কিছু ক্লাবের সঙ্গে মেসির নাম জড়ালেও, ইন্টার মায়ামি এবং মেসি দু’পক্ষই একসঙ্গে থাকার আগ্রহ দেখিয়েছে।

ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন বলছে, মেসিকে দিয়ে নতুন স্টেডিয়াম ‘মায়ামি ফ্রিডম পার্ক’ উদ্বোধন করতে চায় ক্লাবের মালিকপক্ষ। ২০২৬ মৌসুমের শুরুতে এই স্টেডিয়ামের মাঠে বল গড়ানোর কথা রয়েছে ।

২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি।  ‘ডেজিগনেটেড প্লেয়ার’ হিসেবে দুই বছর ছয় মাসের চুক্তিতে মাঠে নামেন তিনি। চুক্তি অনুযায়ী, ২০২৫ এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত থাকছেন ক্লাবটিতে।

ক্লাবটির মালিক হোর্হে মাস বলছেন, ‘মেসিকে ধরে রাখতে যা কিছু প্রয়োজন, তাই করবেন। তাদের স্বপ্ন হলো- নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে মাঠে থাকবেন এমএল-১০।

হোর্হে মাস আরও জানিয়েছেন, ‘মেসির সিদ্ধান্তই চূড়ান্ত। তারা এমন পরিবেশ তৈরি করেছেন, যাতে সে নিজেকে ঘরের মানুষ মনে করে। মায়ামি চায়, মেসি এখানেই ক্যারিয়ার শেষ করুক এবং আরও অনেক ট্রফি জিতুক।’

মেসির পারফরম্যান্স বলছে তিনি এখনো দারুণ ফর্মে আছেন। গত মৌসুমে ৩৮টি এমএলএস ম্যাচে করেছেন ৩১ গোল, ২২টি অ্যাসিস্ট। ২০২৪ মৌসুমে জিতেছেন লিগের এমভিপি পুরস্কার। এছাড়া কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ৯ ম্যাচে করেছেন ৭ গোল, ২টি অ্যাসিস্ট।

তবে এখনো নতুন চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মেসি। ধারণা করা হচ্ছে, আগামী মাসেই তার নতুন চুক্তির ঘোষণা আসতে পারে। ক্লাব বিশ্বকাপ অভিযান শেষ করে আগামী শনিবার আবার মাঠে নামছে ইন্টার মায়ামি। এমএলএসের নিয়মিত মৌসুমে তাদের প্রতিপক্ষ কানাডার সিএফ মন্ট্রিয়াল।