মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২৭ বছরের অপেক্ষার অবসান, নতুন রেকর্ড জশ টংয়ের

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান হলো। বক্সিং ডে টেস্টে ডানহাতি ইংলিশ পেসার জশ টং ইতিহাস গড়লেন। এই শতকে এমসিজিতে পুরুষদের টেস্টে পাঁচ উইকেট নেওয়া প্রথম ইংলিশ বোলার হিসেবে নিজের নাম লেখালেন তিনি।
১৯৯৮ সালের পর এমসিজিতে ইংল্যান্ডের কোনো বোলার পাঁচ উইকেটের দেখা পাননি। বহু কিংবদন্তি বোলার খেলেছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, তবু পাঁচ উইকেটের মাইলফলক কারো হাতে ধরা দেয়নি। শেষবার এই কীর্তি গড়েছিলেন ড্যারেন গফ ও ডিন হেডলি। শেষমেষ দীর্ঘ অপেক্ষার ইতি টানলেন জশ টং।
চতুর্থ টেস্টের প্রথম দিনেই টংয়ের বিধ্বংসী স্পেলে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র ১৫২ রানে। ৫/৪৫, এই অসাধারণ বোলিং ফিগারসই এমসিজিতে ইংল্যান্ডের বহুদিনের আক্ষেপ মুছে দেয়। অ্যাশেজ আগেই ধরে রাখলেও স্বাগতিকদের কম রানে আটকে রাখতে টংয়ের অবদান ছিল সবচেয়ে বেশি।
এটি টংয়ের টেস্ট ক্যারিয়ারের সেরা স্পেলও। এর আগে ২০২৩ সালে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫/৬৬ ছিল তার সেরা। এবার এমসিজিতে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস ভেঙে দেন তিনি। ইনিংসের শেষটা আরও নাটকীয়, মাইকেল নেসারকে (৩৫) ও স্কট বোল্যান্ডকে শূন্য রানে ফিরিয়ে হ্যাটট্রিকের মুখে দাঁড়ান টং।
তবে ম্যাচ শেষে প্রশংসা কুড়িয়েও মাটিতেই পা রাখলেন ইংলিশ পেসার। ‘আজ যে কেউই পাঁচ উইকেট নিতে পারত,’ নম্র ভঙ্গিতে বললেন টং। নিজের সাফল্যের পেছনে দলগত পরিকল্পনা ও ধারাবাহিক বাস্তবায়নের কথাই তুলে ধরেন তিনি, ‘আমি যখন সেরা ছন্দে থাকি, তখন একটু ফুলার লেংথে বল করি আর পিচে জোরে আঘাত করি। বেন স্টোকস এটা নিয়ে অনেক কথা বলেছেন। কালও যদি একই জায়গায় বল ফেলতে পারি, দ্রুত উইকেট পাওয়া সম্ভব।’


















