সময়ের জনমাধ্যম

মুর্শিদাবাদের কাকমারি- রাজশাহীর মোক্তারপুরে স্থলবন্দরের দাবি

ভারতের মুর্শিদাবাদের কাকমারি ও রাজশাহীর চারঘাটের মোক্তারপুর এলাকায় স্থলবন্দর বা ইমিগ্রেশন করিডোর স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার সকালে চারঘাট উপজেলার ট্রাফিক মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে এলাকাবাসীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সীমান্ত সমন্বয় কমিটির সভাপতি মাসুদ রানা, কাউন্সিলর নাজমুল হাসান।

এসময় বক্তারা বলেন, তাদের দাবি বাস্তবায়ন হলে রাজশাহীসহ আশপাশের জেলার মানুষ সহজেই ভারত যাতায়াত করতে পারবেন। দুই দেশের মধ্যে পণ্য আনা নেয়ার ক্ষেত্রেও সুবিধা হবে।

তারা জানান, ইমিগ্রেশন করিডোরের দাবিতে ইতোমধ্যে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনার বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। এই দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার কথা জানান তারা।