কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়াইবাড়িতে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।
শনিবার বাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, গতকাল শুক্রবার রাতে নিহত রোকসানা আক্তার রুবির বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে মামলা করেছেন। মামলায় স্থানীয় চেয়ারম্যান শিমুল বিল্লাহ, দুই মেম্বার বাচ্চু মিয়া ও আনু মিয়াসহ মোট ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে, সেনাবাহিনীর নেতৃত্বে একটি দল রাতে অভিযান চালিয়ে মুরাদনগরের আকবপুর এলাকা থেকে মামলার আসামি সবির আহমেদ ও নাজিম উদ্দিন বাবুলকে গ্রেফতার করেছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।