মিরপুরে দাপুটে বাংলাদেশ, পাকিস্তানকে উড়িয়ে সিরিজে দারুণ সূচনা


কলম্বোয় যেভাবে শ্রীলঙ্কা সফর শেষ করেছিল বাংলাদেশ, ঠিক সেভাবেই ঘরের মাঠে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল লাল-সবুজ বাহিনী। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে সফরকারীদের ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল।
প্রথমে ব্যাটিং করে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। তাড়া করতে নেমে ১৫.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। শুরুতে উইকেট হারালেও পারভেজ ইমন ও তাওহীদ হৃদয়ের ব্যাটে ভর করে দুর্দান্ত জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। রহস্যময় উইকেট বলে পরিচিত মিরপুরের কন্ডিশনে সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল, সেটি দ্রুতই প্রমাণ করেন মোস্তাফিজ-তাসকিনরা।
তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের আগুনে বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। পাওয়ারপ্লেতে সফরকারীরা হারায় চার উইকেট। শুরুর ছয় ব্যাটারের পাঁচজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হয়। ফখর জামানের ৪৪ ছাড়া উল্লেখযোগ্য কোনো ইনিংস খেলতে পারেনি পাকিস্তানী ব্যাটাররা। শেষদিকে খুশদিল শাহ’র ১৭ ও আব্বাস আফ্রিদির ২২ রানের ইনিংসে দলীয় শতকের গন্ডি পেরোয় সফরকারীরা।
১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১১০ রান। বাংলাদেশের হয়ে তাসকিন নেন ৩ উইকেট, মোস্তাফিজ ও শেখ মেহেদী তুলে ২টি করে উইকেট।
১১০ রানের লক্ষ্য, তবে উইকেট মিরপুরের — কাজেই সতর্ক শুরুর প্রয়োজন ছিল। কিন্ত ইনিংসের শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। ৭ রানের মধ্যেই ফেরেন দুই ওপেনার লিটন ও তানজিদ তামিম।
তবে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেন তাওহীদ হৃদয় ও পারভেজ ইমন। ৭৩ রানের জুটিতে ম্যাচ চলে আসে বাংলাদেশের দখলে। তাওহীদ ৩৬ রান করে ফিরলেও ৫৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন পারভেজ ইমন। জাকের আলী অপরাজিত থাকেন ১৫ রানে।
বাংলাদেশ জয় পায় ২৭ বল হাতে রেখেই। পাকিস্তানের হয়ে সালমান মির্জা দুটি ও আফ্রিদি তুলে নেন একটি করে উইকেট।