মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিন প্রদেশে জান্তাবিরোধী দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরামে আশ্রয় নিয়েছেন। সোমবার (৭ জুলাই) ভারতীয় এক সরকারি কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এই তথ্য জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, চলতি মাসের ২ জুলাই থেকে চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) এবং চিনল্যান্ড ডিফেন্স ফোর্স-হুয়ালংগোরাম (সিডিএফ-এইচ) এর মধ্যে চিন প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ চলছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে উভয় পক্ষ। সংঘাত শুরুর পর থেকে প্রায় চার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরামে প্রবেশ করেছেন বলে জানান তিনি।
২০২১ সালে মিয়ানমারের সেনাবাহিনী বেসামরিক সরকারকে উৎখাত করার পর থেকেই হাজার হাজার মিয়ানমার নাগরিক মিজোরামে আশ্রয় নিয়েছেন। যদিও রাজনৈতিক সীমানা আলাদা, কিন্তু চিন ও মিজোরামের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও জাতিগত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপদাঙ্গা জানিয়েছেন, গত এক সপ্তাহে প্রায় তিন হাজারের মতো শরণার্থী মিজোরামে এসেছেন। স্থানীয় প্রশাসন বলছে, রাজ্যের শামফাই জেলার যোখাওথার ও সাইখুমফাই গ্রামে রবিবার রাত পর্যন্ত ৩,৯৮০ জন শরণার্থীর হিসাব মিলেছে।
রয়টার্স এই বিষয়ে মিয়ানমার জান্তার মন্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পায়নি।