সময়ের জনমাধ্যম

মার্কিন রাষ্ট্রদূতের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২৮ অক্টোবর রাজধানী অচল হতে দেওয়া হবে না। জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তাদের নজরদারিও জোরদার করা হয়েছে। রোববার (২২ অক্টোবর) দুপুরে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস জানতে চান, বিএনপির সমাবেশকে ঘিরে সরকার রাস্তাঘাট ও ঢাকার প্রবেশপথ বন্ধ করে দেবে কি না।

এ বিষয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কি এ রকম প্রশ্ন করতে পারেন? এটি কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত কি না, সেই প্রশ্ন রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীতে বড় কর্মসূচি দিয়েছে বিএনপি। সেখানে তারা লোকসমাগম করবে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানতে চেয়েছেন, বিএনপির সমাবেশ ঘিরে সরকার রাস্তাঘাট, ঢাকার প্রবেশপথ বন্ধ করে দেবে কি না। তখন তাকে জানানো হয়েছে, সে ধরনের কোনও পরিকল্পনা সরকারের নেই। বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। আশা করছি তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে। এতে আমাদের কিছু বলার নেই। সরকার চায় বিএনপি তাদের রাজনৈতিক এজেন্ডা ঠিকভাবেই করবে। এমনটি  হলে কিছু বলার নেই। যোগাযোগ ব্যবস্থা বন্ধ করার চিন্তা সরকারের নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পূজা উদযাপন প্রসঙ্গেও জানতে চেয়েছেন পিটার হাস। তাকে জানানো হয়েছে, পূজার নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে। কোথাও কোনও সহিংসতা হবে না বলেই আমরা মনে করছি।