সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে।
বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজিং ভ্যানে করে খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো গুলশানে তারেক রহমানের বাসভবনের উদ্দেশে যাত্রা করে।
হাসপাতাল থেকে বাসভবন পর্যন্ত রাস্তার দুই পাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
ভোর থেকেই প্রিয় নেত্রীকে শেষবার দেখার জন্য বাসভবনের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ।
এরপর রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে তারেক রহমানের ১৯৬ নম্বর বাসভবনে তার মরদেহ নেওয়া হলে সেখানে পরিবারের সদস্য, দলের শীর্ষ নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানান।
আজ দুপুর ২টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে শেরেবাংলা নগরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।