সময়ের জনমাধ্যম

মাদারীপুরে ট্রাক্টর উল্টে তিনজনের মৃত্যু

মাদারীপুরে মাহিন্দ্রা ট্রাক্টর উল্টে তিনজনরে মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ঝাউদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঝাউদি ইউনিয়নের দক্ষিণ মাদ্রা এলাকার জলিল ফরাজির ছেলে জহিরুল ইসলাম (২২) ও একই এলাকার কালু হাওলাদারের ছেলে জোবায়ের হাওলাদার (১০), জিহাদ হাওলাদার (৭)। তারা সম্পর্কে মামা ভাগ্নে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে মামা জহিরুলের সাথে মাহিন্দ্রায় চড়ে জমি হালচাষ করতে দক্ষিণে মাদ্রা এলাকার যায় জোবায়ের ও জিহাদ। হালচাষ শেষে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে উঁচু রাস্তায় উঠতে গিয়ে মাহিন্দ্রাটি উল্টে পাশের খালে পড়ে পড়ে যায়। এসময় তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিহতের মরদেহ সদর হাসপাতাল পাঠানো হয়েছে।