সময়ের জনমাধ্যম

মাদারীপুরে জাতীয় পাট দিবস পালন

মাদারীপুরে জাতীয় পাট দিবস উদযাপন করা হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে পাট শিল্পের অবদান-স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। সোমবার সকালে দিবসটি উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত মাদারীপুর পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দীন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি বাবুল চন্দ্র দাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আসলাম হোসেন, ওষুধ প্রশাসনের সহকারী সরকারি কর্মকর্তা ও পাট সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ অনেকেই। 

সভায় পাটজাত পণ্যের সঠিক ব্যবহার ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বিষয়ে আলোচনা করা হয়।