বিতর্ক আর ফ্যাশনের সমার্থক নাম উরফি জাভেদ। তবে এবার ফ্যাশন স্টেটমেন্টের কারণে নয়, বরং শারীরিক সমস্যার কারণে খবরের শিরোনামে তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, মাকড়সার কামড়ে তার মুখের একাংশ ফুলে গেছে। তার এই অসুস্থতায় উদ্বিগ্ন অনুরাগীরা।
এর আগেও উরফি তার বিউটি ট্রিটমেন্টের কারণে বিপাকে পড়েছিলেন। ঠোঁটের ফিলার অপসারণের পর তার মুখের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি নিজেই নিজেকে চিনতে পারছিলেন না। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এই বিপত্তি।
উরফি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি গাড়িতে বসে আছেন, হাতে মুখ ঢেকে আছেন এবং মুখে কোনো ধরনের ক্রিম বা ওষুধ লাগানো। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবাই এত নজর লাগিয়েছে যে মুখের এত দুরাবস্থা।’
উরফির এই দুর্দশার ছবি তার অনুসারীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন। বিশেষ করে, তার সৌন্দর্য ও ফ্যাশনের প্রতি অতিরিক্ত মনোযোগের কারণে এমন শারীরিক সমস্যা বারবার হচ্ছে কিনা, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।