মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনার শোক ছুঁয়েছে চিত্রনায়ক ইমনকে


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আবেগঘন অনুভূতি জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মামনুন হাসান ইমন।
ঘটনার দিন দুপুরেই তিনি ফেসবুকে দুটি ভয়াবহ ছবি শেয়ার করেন। এর একটিতে আগুনে জ্বলছে বিধ্বস্ত বিমানে, অপরটিতে ক্যাম্পাস জুড়ে আতঙ্কিত মানুষের ভিড়। ছবির ক্যাপশনে তিনি দেন মাত্র একটি প্রতীকী ইমোজি। যেটি ছিল বোবা আতঙ্ক আর নীরব প্রার্থনার প্রকাশ।
পরদিন গভীর রাতে ইমন আরও একটি আবেগঘন পোস্ট দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি লিখেছেন, ‘সারাটা রাত দুটো চোখ এক করতে পারলাম না, বাচ্চাগুলোর কথা ভেবে। হে আল্লাহ, একমাত্র আপনিই জানেন কেন এমনটা হলো। সন্তান হারা বাবা-মায়েদের এই শোক সহ্য করার শক্তি দিন।’
ইমনের এই স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে। হাজারেরও বেশি মানুষ শোক প্রকাশ করে তার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।