মাইলস্টোনের দগ্ধ শিশুদের জন্য মেহজাবিনের প্রার্থনা


উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনার হৃদয় বিদারক ঘটনায় পুরো দেশ শোকে মুহ্যমান। এই শোক ছুঁয়েছে শোবিজ তারকাদেরও। তারাও শিশুগুলোর সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
এই যেমন মেহজাবিন চৌধুরী একটি আহত শিশুর তথ্য শেয়ার করে তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আল্লাহ, সবার দোয়া কবুল করুন। এই শিশুদের আপনি সুস্থতা দিন। তাদের যন্ত্রণা সহ্য করার শক্তি দিন। তাদের পরিবারগুলোকে ধৈর্য ও শক্তি দিন। এই অবস্থা সহ্য করার মতো নয়। হে পরওয়ারদিগার, যেন আর কখনো কারও জীবনে এমন কষ্ট না আসে। আমিন।’
সোমবার বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হলে দুই শতাধিক হতাহত হয়। আহতদের মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে ৪৩ জন। সেখানে যন্ত্রণায় ছটফট করছে দগ্ধ শিশুগুলো।