সময়ের জনমাধ্যম

মধ্যপ্রাচ্যে শক্তি বৃদ্ধি করবে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে আকাশসীমা সুরক্ষায় ক্ষেপণাস্ত্রবিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসাথে মধ্যপ্রাচ্যে বাড়তি সেনা মোতায়েনের কথাও বলছে দেশটি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক বিবৃতির বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। 

ইরান এবং দেশটির সমমনা দেশগুলোকে মোকাবিলা করতে এবং ইসরায়েলের সামরিক বাহিনীকে সহায়তা করতেই এই বাড়তি আয়োজন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

স্থানীয় সময় শনিবার রাতে প্রকাশিত ওই বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‘মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন স্থানে টারমিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স (টিএইচএএডি) ব্যাটারি এবং বাড়তি প্যাট্রিয়ট ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে কতজন মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে যাবেন এবং কোথায় কোথায় তাদের অবস্থান হবে তা পরিষ্কার করে বলেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

Reendex

Must see news