ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে কিউবার ৩২ নাগরিক নিহত

নিকোলাস মাদুরোকে ধরতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও অভিযানে কিউবার ৩২ জন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।
রোববার কিউবার সরকার জানায়, যারা নিহত হয়েছেন তাদের সম্মান জানাতে ৫ ও ৬ জানুয়ারি শোক পালন করা হবে। তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার দিনক্ষণ পরে জানানো হবে।
রয়টার্স জানিয়েছে, কিউবার সরকারের দেওয়া বিবৃতিতে বিস্তারিত বলা না হলেও যারা নিহত হয়েছেন তারা দেশটির সশস্ত্র বাহিনীর ও গোয়েন্দা সংস্থাগুলোর সদস্য বলে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের স্বদেশীরা নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত তাদের দায়িত্বের প্রতি অটল থেকে মর্যাদা ও বীরত্বের সঙ্গে তাদের দায়িত্বপালন করেছেন আর হামলাকারীদের বিরুদ্ধে সরাসারি লড়াই করে অথবা তাদের স্থাপনাগুলোতে বোমাবর্ষণ সত্ত্বেও তীব্র প্রতিরোধের পর মৃত্যুবরণ করেছেন।’
মাদুরো ক্ষমতায় আসার পর থেকেই কিউবা তার কিছু নিরাপত্তার ব্যবস্থা করেছিল। নিহত কিউবানদের মধ্যে কতজন মৃত্যুর সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে পাহারা দিচ্ছিলেন আর অন্য জায়গায় কতজনের সম্ভাব্য মৃত্যু হয়েছে তা পরিষ্কার হয়নি।
ভেনেজুয়েলার স্থানীয় সময় শনিবার ভোররাতে মার্কিন বাহিনী রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট মাদুরো (৬৩) ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। তারা এখন নিউ ইয়র্ক শহরের একটি আটককেন্দ্রে আছেন। মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগের মুখোমুখি করতে সোমবার তাদের আদালতে হাজির করার কথা আছে।
যুক্তরাষ্ট্রে ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাস ষড়যন্ত্রসহ বেশ কিছু অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। তবে মাদুরো সবসময়ই কোনো ফৌজদারি অপরাধের জড়িত থাকার কথা অস্বীকার করে এসেছেন।


















