অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার এক রেস্তোরাঁয় হিব্রু ভাষায় কথা বলায় ইসরায়েলি মিউজিশিয়ান অমিত পেলেড’কে বের করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এই সঙ্গীতজ্ঞ।
ঘটনাটি ঘটে শহরের রামাজোত্তি নামের একটি ইতালিয়ান রেস্তোরাঁয়, যেখানে পেলেড তার দুই সঙ্গীত সহযোগী — বেহালাবাদক হাগাই শাহাম ও পিয়ানোবাদক জুলিয়া গুরভিচের সঙ্গে খাবার খাচ্ছিলেন। কথোপকথনে হিব্রু ভাষা ব্যবহার করছিলেন তারা। এ সময় এক ওয়েটার তাদের ভাষা শুনে জানতে চান, তারা কোন ভাষায় কথা বলছেন।
পেলেড বলেন, তিনি প্রথমে উত্তর দেন ‘ইংরেজি ও জার্মান’, কিন্তু ওয়েটার জোর দিয়ে জানতে চান, ‘তুমি এখন কী ভাষায় কথা বলছ?’ তখন পেলেড জানান যে তারা হিব্রুতে কথা বলছিলেন। এরপর ওয়েটার সরাসরি চোখে তাকিয়ে বলেন, ‘তাহলে চলে যাও। আমি তোমাকে খাবার সার্ভ করবো না।’
এই অভিজ্ঞতা নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেন পেলেড। তিনি লেখেন, ‘শুরুতে ধাক্কা খেয়েছিলাম, অপমানবোধ হয়েছিল। তবে যেটা বেশি আঘাত দিয়েছিল তা হলো আশপাশের মানুষদের নির্লিপ্ততা। কেউ কেউ সহানুভূতিশীল চোখে তাকালেও কেউ কিছু বললো না। সবাই আবার নিজেদের খাবার ও কথোপকথনে ফিরে গেল, যেন কিছুই হয়নি।’
সম্প্রতি ইউরোপজুড়ে ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ বৃদ্ধি পাচ্ছে। গ্রিসে এমনই আরেক ঘটনায় সিরীয় এক নাগরিকের হাতে আহত হয়েছেন এক ইসরায়েলি পর্যটক। অ্যাথেন্সের বলিভার সমুদ্র সৈকতে সিরীয় এক ব্যক্তি ওই ইসরায়েলিকে আক্রমণ করেন বলে অভিযোগ, যার একপর্যায়ে তার কান ছিঁড়ে যায়।
ইসরায়েলি পর্যটক স্ত্রীর সঙ্গে সৈকতে ছিলেন। তখনই হামলাকারী ব্যক্তি ‘ফ্রি ফিলিস্তিন’ ও ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগান দিতে দিতে ভিডিও করতে থাকেন এবং অতর্কিতে হামলা চালান।
গাজায় চলমান যুদ্ধ ও ইসরায়েলি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইউরোপসহ বিভিন্ন দেশে ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে এমন আচরণ বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।