ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে পূর্বঘোষিত শুল্কের সঙ্গে নতুন করে আরও কর যুক্ত হলো। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভারত রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে জ্বালানি তেল আমদানি করছে, এ কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওয়াশিংটনের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের জ্বালানি আমদানির উৎস বাজারের পরিস্থিতি ও অভ্যন্তরীণ চাহিদার ভিত্তিতে নির্ধারিত হয়। এটি ১৪০ কোটির জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর উদ্দেশ্যে করা হয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘জাতীয় স্বার্থে বহু দেশ নিজস্ব আমদানি নীতির সিদ্ধান্ত নিচ্ছে। অথচ একমাত্র ভারতকে লক্ষ্য করে এভাবে শুল্ক আরোপ করা দুঃখজনক। আমরা আবারও জোর দিয়ে বলছি, এ ধরনের সিদ্ধান্ত অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।’
এই সিদ্ধান্তের ফলে নিশ্চিতভাবেই ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্কে ফাটল ধরবে। এর প্রভাব দুই দেশের কূটনৈতিক অঙ্গনেও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।