সময়ের জনমাধ্যম

ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি

ভারতীয় ক্রিকেট দলের আগস্টে বাংলাদেশ সফর নিয়ে জল্পনার অবসান ঘটিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই সফর বাতিল বা স্থগিত করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি বলে জানিয়েছেন নানা বিতর্কে আলোচনায় থাকা বোর্ড সভাপতি।

এর আগে, দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত সফরটি বাতিল হতে পারে বলে দাবি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। এ বিষয়ে শনিবার সাংবাদিকদের সামনে মুখ খোলেন বিসিবি বস। ফারুক আহমেদ বলেন, ‘আমি একটা পত্রিকায় খবরটা দেখেছি। তবে ভারতের পক্ষ থেকে আমাদের এখনো কিছু জানানো হয়নি। তারা সফর নিশ্চিত করেছে এবং সফরসূচিও তৈরি হয়ে গেছে। এখন পর্যন্ত এমন কিছু শুনিনি যে, সফরটি হচ্ছে না।’

তিনি আরও জানান, এই সফর নিশ্চিত করার জন্য তিনি ব্যক্তিগতভাবে ভারতীয় ক্রিকেট প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। ফারুক আহমেদ বলেন, ‘দুইবার আইসিসির বৈঠকে গিয়ে জয় শাহ’র সঙ্গে কথা বলেছি। প্রথমবার ও বিসিসিআই সেক্রেটারি ছিল, দ্বিতীয়বার আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে। দুবারই তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি সফরটি নিশ্চিত করার জন্য। এরপর নতুন সেক্রেটারি দেবজিত সাইকিয়ার সঙ্গেও আলোচনা হয়েছে। তিনিও সফর বিষয়ে ইতিবাচক ছিলেন।’

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতীয় ক্রিকেট দলের আগামী ১৩ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ আগস্ট প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা। পরবর্তীতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের কিছু ম্যাচ চট্টগ্রামে আয়োজনের সম্ভাবনা রয়েছে।