আজ (৬ এপ্রি ) ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হচ্ছে ব্রিকস জোটের শীর্ষ সম্মেলন। সদস্য দেশগুলোর নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বাণিজ্যনীতির সমালোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা এখন কঠিন হয়ে পড়েছে।
বিশ্বের অর্ধেক মানুষের এবং বৈশ্বিক অর্থনীতির প্রায় ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করে ব্রিকস। সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অন্যায্য আমদানি শুল্কের বিরুদ্ধে সদস্য দেশগুলো একই অবস্থান নিতে প্রস্তুত।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে মিত্র ও প্রতিদ্বন্দ্বীদের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়ে যাচ্ছেন। সর্বশেষ তিনি ৯ জুলাই থেকে নতুন শুল্ক কার্যকর করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রশাসন।
বর্তমানে ব্রিকসের সদস্যসংখ্যা ১১. ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। সদস্য দেশগুলোর কূটনীতিকরা অর্থনৈতিক অনিশ্চয়তার বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব তৈরিতে কাজ করছেন। যদিও চূড়ান্ত ঘোষণায় যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের নাম উল্লেখ করা হবে না, তারপরও এর ওয়াশিংটনের প্রতি স্পষ্ট বার্তা পৌঁছানো যাবে বলে মনে করছেন কূটনীতিকরা।
বিশ্লেষকরা মনে করছেন, বিশেষ করে চীন খুব সতর্ক থাকবে। কারণ তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক আলোচনা চালিয়ে যাচ্ছে , যে কারণে তারা অনভিপ্রেত উত্তেজনা তৈরি থেকে বিরত থাকতে চায়।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবার সম্মেলনে অংশ নিচ্ছেন না, যা এই বৈঠকের রাজনৈতিক গুরুত্ব কিছুটা কমিয়ে দিয়েছে। তার পরিবর্তে প্রধানমন্ত্রী লি কিয়াং চীনের প্রতিনিধিত্ব করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকছেন না; তবে তিনি ভার্চুয়ালি অংশ নেবেন। ইসরায়েলের সঙ্গে সংঘাতের ক্ষয়ক্ষতি সামলাতে ব্যস্ত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও অনুপস্থিত থাকছেন।
গাজা এবং ইরান-ইসরায়েল যুদ্ধের বিষয়ে ব্রিকস কী অবস্থান নেবে, তা নিয়ে এখনো ঐক্যমত্য হয়নি। ইরান চাইছে আরও কঠোর ভাষায় অবস্থান জানাতে। অন্যদিকে কিছু দেশ শুধু ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ও শান্তিপূর্ণ সমাধানের কথা উল্লেখ করতে চায়।
রিওর ব্রিকস পলিসি সেন্টারের পরিচালক মার্তা ফার্নান্দেজ বলেছেন, ‘সম্মেলনে নেতারা খুব সতর্ক ভাষায় বক্তব্য রাখবেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের প্রেক্ষাপটে এখন উত্তেজনা না বাড়ানোর দিকেই মনোযোগ থাকবে।’