সময়ের জনমাধ্যম

বেলারুশের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইইউ

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে নিজেদের ভূখন্ড ব্যবহার করতে দেয়া ও ভাগনারের সাথে পুতিনের বিরোধ মেটাতে সহায়তা করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো। এবার দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপিয় ইউনিয়ন।

বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর এক বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়ে। ইইউয়ের একাধিক কূটনীতিক জানিয়েছেন, নিষেধাজ্ঞার মূল লক্ষ্য যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এমন সরঞ্জাম ও এভিয়েশন খাতের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করা। সেই সাথে কঠোর নিষেধাজ্ঞার আওতায় বেলারুশের কর্মকর্তাদের ভিসা না দেওয়া, সম্পদ বাজেয়াপ্ত কিংবা কালো তালিকাভুক্ত করা হবে।

ইউক্রেন যুদ্ধে সহায়তার কারণে বেলারুশের উপর নিষেধাজ্ঞা আগেই দিয়েছে ইইউ। এবার সে তালিকাটা আরো বাড়বে। শুধু ইউক্রেন-রাশিয়া যুদ্ধই নয়, ২০২০ সাল থেকে মিনস্কে বিরোধীদের দমনপীড়নের জন্য বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ইইউ। সংস্থাটির কালো তালিকায় নাম আছে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো ও তাঁর পরিবারের সদস্যদের।