সময়ের জনমাধ্যম

বেরোবিতে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে পদার্থ বিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী লোকনাথ সরকার সভাপতি ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী শিপন মিয়াকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে। আগামী এক বছর দায়িত্ব পালন করবেন তারা। 

বুধবার সকালে বাংলা বিভাগের অধ্যাপক ড. শফিকুর রহমানের কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে আরও আছেন মেঘলা আক্তার মীম, হৃদি অর্জয়িতা, শিরীন সুলতানা ও সাদিয়া জাহান তন্নী। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আজমীর মাসুদ, আতিকুর রহমান, সেতু মণি ও রাদিয়া ববি। এছাড়াও নাফিজ ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতি,  টাঙ্গাইল জেলা হতে আসা শিক্ষার্থীদের পড়াশোনা, মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।