সময়ের জনমাধ্যম

বেরোবিতে জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন ঢাবি’র আইবিএ, রানারআপ রাবি

বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা) আয়োজিত জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র বিতার্কিকরা। শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে তারা রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন, রুডোকে পরাজিত করে। ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ’র আয়মানুল ইসলাম সাইফার।

এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের টিম অংশগ্রহণ করে। গত ১৭-২০ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতার প্রিলিমিনারি, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রুডার সম্মানিত মডারেটর পরিমল চন্দ্র বর্মণ ও তাবিউর রহমান প্রধান। আরও উপস্থিত ছিলেন আসিফ আল মতিন, ইয়াসমিন সুলতানা, আতিউর রহমান, ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, রংপুর অঞ্চলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম এবং উত্তর বাংলা ডটকমের প্রকাশক মুরাদ মাহমুদ।

ব্রুডার সভাপতি মিফতাহুজ্জান্নাত আমরিন জানান, প্রথমবারের মতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এতবড় একটি আয়োজন করতে পেরে আমরা গর্বিত। একটি চমকপ্রদ যুক্তির লড়াইয়ের সাক্ষী হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

আয়োজনের সহযোগিতায় ছিলো রংপুর সিটি কর্পোরেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং উত্তরবাংলা ডটকম।