সময়ের জনমাধ্যম

বৃহস্পতিবার সারাদেশের মাধ্যমিক বিদ্যালয় ছুটি থাকবে

গরমের তীব্রতার কারণে সারাদেশর সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামীকাল বৃহস্পতিবার ছুটি থাকবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বুধবার এ কথা জানান।

এর আগে তীব্র দাবদাহের কারণে গত রোববার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেশব্যাপী তীব্র দাবদাহের কারণে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত নেয়।

এরপর গত সোমবার গরমের কারণে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) পাঠদানও আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের ঘোষণা আসে। এছাড়া মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি) স্থগিত রাখাসহ বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছিল বিদ্যালয়গুলোকে।