সময়ের জনমাধ্যম

বীরগঞ্জে বিএমডিএ’র জোনাল অফিস ভবন উদ্বোধন

দিনাজপুরের বীরগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) জোনাল অফিসের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন বিএমডিএ’র চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

উদ্বোধনের পর তিনি বলেন, বিএমডিএ বরেন্দ্র অঞ্চলের জন্য অনেক ভাল কাজ করছে। কৃষকেরা যেন কৃষি কাজে কোন সমস্যায় না পড়ে সেদিকে কর্মকর্তাদের খেয়াল রাখতে হবে। মাঠ পর্যায়ে কাজ করতে এবং কৃষকের পাশে থাকতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান বেগম আখতার জাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত রেহেনা, বিএমডিএ’র পরিচালনা পর্ষদের সদস্য একেএম মোস্তাফিজুর রহমান বাবু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী এজাদুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।