বিসিবির টিকিট বিক্রির অর্থ ব্যয় হবে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায়


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক মানবিক সিদ্ধান্তের কথা জানিয়েছে—পাকিস্তানের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচের টিকিট বিক্রির পুরো অর্থ ব্যয় করা হবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায়।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ আয় থেকে একটি অংশ যাবে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য। অপর অংশটি যাবে ২০২৪ সালের জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সহায়তায় গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন,
‘বাংলাদেশে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি আমাদের জাতীয় আত্মার প্রতিচ্ছবি। যখন জাতি শোকের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ক্রিকেট-পরিবারের দায়িত্ব একাত্মতা দেখানো। বিসিবি গর্বিত যে, আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পারছি—যতটা সামান্যই হোক না কেন।’
গত সোমবার রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ঘটে ব্যাপক প্রাণহানি, আহতের সংখ্যাও শতাধিক। গত বছরের জুলাইয়ে আন্দোলনে প্রাণ হারান বেশ কয়েকজন, অনেকেই গুরুতর আহত হন। ঐ ঘটনার পর সরকার ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করে, যা মূল উদ্দেশ্য নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো।