বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক হিসেবে পরিচিতি পাওয়া যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। অবসরপ্রাপ্ত বিচারক 'কট ইন প্রভিডেন্স' অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
সামাজিক মাধ্যমে ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়, ‘অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে তার দীর্ঘদিনের লড়াই শেষ হয়েছে।’
ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও বিচারের সময় 'দয়া ও সহানুভূতি' দেখানোর জন্য জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ছোটখাটো ট্রাফিক আইন লঙ্ঘন বা সামান্য অপরাধের ক্ষেত্রে তিনি প্রায়ই জরিমানা মওকুফ করে দিতেন। তার এজলাসে ধারণ করা 'কট ইন প্রভিডেন্স' অনুষ্ঠানে তার রসবোধ ও মমত্ববোধ ফুটে উঠেছিল। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শত কোটিরও বেশিবার দেখেছেন মানুষ।
ইউটিউবে প্রচারিত ছোট ছোট ভিডিওতে দেখা যেত, তিনি আদালতে আসা মানুষদের কষ্টের কথা মন দিয়ে শুনছেন। প্রায়ই তিনি শিশুদের বিচারকের আসনে ডেকে নিতেন তাদের মা-বাবার বিচার করতে।
ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও বলতেন, আইন সবার জন্য সমান হলেও বাস্তবে নিম্ন আয়ের প্রায় ৯০ শতাংশ আমেরিকান স্বাস্থ্যসেবা, উচ্ছেদ বা ট্রাফিক আইন লঙ্ঘনের মতো বিষয়ে আইনি সহায়তা ছাড়াই লড়াই করতে বাধ্য হন।
রোড আইল্যান্ডের গভর্নর ড্যান ম্যাককি বিবৃতিতে বলেছেন, 'বিচারক ক্যাপ্রিও শুধু জনগণের সেবাই করেননি, তিনি ছিলেন বিচারকের আসনে মানবতার এক দারুণ প্রতীক।'
প্রায় চার দশক বিচারকের দায়িত্ব পালনের পর ২০২৩ সালে অবসর নেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। তিনি বিশ্বাস করতেন, 'দয়া, ন্যায্যতা ও সহানুভূতির' মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।