বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে ইসির সামনে ছাত্রদলের অবস্থান

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব, বিশেষ একটি রাজনৈতিক দলের চাপে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশনের সামনে অবস্থান করে বিক্ষোভ করেছে ছাত্রদল।
রোববার সকাল ১০টার পর থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করেন, পোস্টাল ব্যালট নিয়ে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব খাটানোর প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি একটি নির্দিষ্ট গোষ্ঠী ব্যালট পেপার নিয়ে প্রভাব বিস্তার করছে। ইসির ভেতরে যারা আছেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত নন, এমনটা হতেই পারে না। তাদের প্রত্যক্ষ মদদেই এসব ঘটনা ঘটছে।’
রাকিবুল বলেন, গণমাধ্যমের খবরে জানা গেছে ইসি তাদের সিদ্ধান্ত সংশোধনের পরিকল্পনা করছে, কিন্তু শাবিপ্রবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও একই ধরনের বৈষম্য দেখা যাচ্ছে।
রাকিবুলের অভিযোগ, এসব ক্ষেত্রে বিএনপিকে ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করা হচ্ছে এবং এতে নির্বাচন কমিশনের ভূমিকা রয়েছে। পুরো পরিস্থিতি একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের ইচ্ছা ও প্রভাবের প্রতিফলন।
গত ১৫ জানুয়ারি ইসি শাবিপ্রবি ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন পূর্বনির্ধারিত ২০ জানুয়ারি তারিখে অনুষ্ঠানের অনুমতি দিয়েছে। এদিকে নির্বাচন ভবনের ভেতরে আজ নবম ও শেষ দিনের মতো মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে চার কমিশনার এই শুনানি করছেন। গতকাল পর্যন্ত আট দিনে মোট ৩৯৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। আগামী মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং বুধবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে।


















