মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের বাইরে জান্তা বাহিনী এবং সামরিক অভ্যুত্থানবিরোধী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের সময় আটকে পড়া একটি বেসামরিক সরবরাহ গাড়িবহরে বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। গত সোমবার (১১ আগস্ট) এই ঘটনা ঘটলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে বুধবার (১৩ আগস্ট)।
মধ্য মিয়ানমারের সাগাইং এলাকার দুই বাসিন্দা জানান, সোমবার বিকেলে সংঘর্ষের কারণে কয়েকটি ট্রাক আটকা পড়েছিল। তখন বিমান থেকে সেগুলোর ওপর হামলা চালানো হয়। মান্দালয় থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে তাং ইন গ্রামের কাছে এই হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। একজন বাসিন্দা দাবি করেন, নিহতদের মধ্যে একজন সামরিক অভ্যুত্থানবিরোধী বিদ্রোহীও ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, হামলায় পুড়ে যাওয়া ট্রাক থেকে ধোঁয়া উঠছে এবং পথচারীরা মরদেহ সরিয়ে নিচ্ছেন। স্থানীয় এক বাসিন্দা জানান, নিহতদের দেহ এতটাই ক্ষতবিক্ষত যে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। এই সংঘাতের মোকাবিলায় জান্তা সরকার প্রায়ই বিমান বাহিনী ব্যবহার করে, যার ফলে বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন।
মিয়ানমারের গৃহযুদ্ধে ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশটির অর্ধেকের বেশি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছে। গৃহযুদ্ধের অবসান ঘটাতে জান্তা সরকার আগামী ডিসেম্বরে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে।