বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দেশজুড়ে বিশেষ দোয়া, মৃতের সংখ্যা ৩৩


উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়া-মোনজাত পরিচালনা করা হয়।
এর আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। এতে ওই ভবনে থাকা প্রাইমারি ও মাধ্যমিকের শিক্ষার্থীসহ শিক্ষক, স্টাফ ও অভিভাবক মিলে প্রায় দেড় শতাধিক মানুষ আহত হন।
এদিকে, মাইলস্টোনে দগ্ধ আরও এক শিক্ষার্থী মারা গেছে। আব্দুল মুসাব্বির মাকিন নামে সপ্তম শ্রেণির ছাত্র শুক্রবার দুপুর ১টা ৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মাকিনের শরীরের ৭০ শতাংশ বার্ন ইনজুরি ছিল। এ নিয়ে এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মোট মৃত্যু ৩৩ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়।