সময়ের জনমাধ্যম

বিজেপির কেন্দ্রীয় পদে নুরুজ্জামান হীরা

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা। শুক্রবার (২৩ মে) বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাঁদপুরের কৃতিসন্তান, শিক্ষাবিদ, ঢাকাস্থ চাঁদপুর সমিতির সদস্য সচিব এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত নুরুজ্জামান হীরা দীর্ঘদিন ধরে সমাজ ও শিক্ষাক্ষেত্রে কাজ করে যাচ্ছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যারিস্টার পার্থ নিরলসভাবে কাজ করছেন। আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবো, ইনশাআল্লাহ।”নুরুজ্জামান হীরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় তিনি দলীয় চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তার এ মনোনয়নকে স্বাগত জানিয়ে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন।উল্লেখ্য, তিনি ছোটবেলা থেকেই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

Reendex

Must see news