সময়ের জনমাধ্যম

বিএনপি ফের তারেকের নির্দেশে সন্ত্রাস শুরু করেছে: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপির নেতা-কর্মীরা আবারও বিদেশে পলাতক ও দণ্ডিত তারেক রহমানের নির্দেশে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।

জয় তাঁর ভেরিফাইড ফেসবুকে সোমবার এক স্ট্যাটাসে বলেন, ‘তারেক জিয়ার নির্দেশে আবারও ২০১৩, ২০১৪, ২০১৫ সালের মতোই সন্ত্রাসী কাজে নিয়োজিত হলো বিএনপির নেতা-কর্মীরা।’

তিনি বলেন, ‘২০১৪ সালের জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপির সশস্ত্র নেতা-কর্মীরা যেভাবে সরকারি যানবাহন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছিল, ঠিক তেমনিভাবে বিএনপি-জামায়াতচক্র আবারও সহিংসতা শুরু করেছে।’

জয় বলেন, ঢাকা মহানগরীর প্রধান প্রবেশ পথগুলোতে বিএনপির শনিবারের অবস্থান কর্মসূচি সংঘাত ও সহিংসতায় রূপ নেয়, যাতে অসংখ্য মানুষ ও পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হন।
জয় তার পোস্টে বাংলা ও ইংরেজি ভাষায় বিএনপির নেতা-কর্মীদের ২০১৩-২০১৪ ও ২০২৩ সালে চালানো আগুন সন্ত্রাসের ওপর ভিত্তি করে “বিএনপির আগুন সন্ত্রাসের একাল সেকাল” শীর্ষক একটি ভিডিও আপলোড করেন।