সময়ের জনমাধ্যম

বিএনপি আন্দোলনের নামে অরাজকতা করলে ছাড় নয়: গোলাপ

বিএনপি আন্দোলনের নামে দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদেরকে প্রতিহত করতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে প্রস্তুত আছে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ, এমপি। শুক্রবার বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।

ড. গোলাপ আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ান হয়েছে। দুর্নীতির কারণে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও ছেলে তারেক রহমানকে নিয়ে সরকার পতনের আন্দোলন বিএনপির কল্পনা ছাড়া আর কিছুই নয়। ২০১৩, ২০১৪, ২০১৫ সালে বিএনপি নিরীহ মানুষকে ১৯৭১ সালে পাকিস্তানী বাহিনীর মতো হত্যা করেছে। আগুন দিয়ে হত্যা করেছে, আগুন সন্ত্রাস করেছে। বাসে আগুন দিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে। শ্রমিক, অন্তসত্ত্বা মা, ছোট বাচ্চাদের হত্যা করেছে। তারা কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে। ৫৬০টি শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি, আনসার সদস্যকে হত্যা করেছে। কেউ রেহায় পায়নি। নির্মমভাবে তারা সারা বাংলাদেশে আগুন সন্ত্রাস করেছে। তারা আবার হুমকি দিচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতন চায়, যোগ করেন তিনি। বলেন, শান্তিপূর্ণ সমাবেশের নামে যদি সন্ত্রাস হয়, আগুন সন্ত্রাস হয়, গাড়ি ভাঙচুর হয়। সাধারণ মানুষের যদি কোন ক্ষতি হয়। তাহলে আওয়ামী লীগ কোনভাবে ছাড় দিবে না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক তাহমিনা সিদ্দিকী এমপির সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এসএম হানিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, সহ সভাপতি আবুল কালাম আজাদ,সিনিয়র সহ সভাপতি আওলাদ হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান সোহেল তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম, সাধারণ সম্পাদক কোহিনুর সুলতানাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা।