সময়ের জনমাধ্যম

বাঙালির হৃদয়ে চিরকাল বসন্ত থাকুক: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, বসন্তই বিশ্বের বাসনা। বসন্তকে বাংলাদেশর মানুষ ছাড়াও সারা বিশ্বের মানুষ মনের বাসনায় লালন করে। মঙ্গলবার বেলা ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে বাংলা বিভাগের মনোমুগ্ধকর বসন্ত উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

তিনি আরও বলেন, আমি স্রষ্টার কাছে প্রার্থনা করছি, বাঙালি যেন বসন্তেই বসবাস করে। বাঙালির হৃদয় থেকে কখনো যেন বসন্ত ফুরিয়ে না যায়।

এ অনুষ্ঠানে বাংলা বিভাগের অধ্যাপক গাজী মোঃ মাহবুব মোর্শেদের সভাপতিত্বে বিশেষ অতিথি অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, বাংলা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বসন্ত উৎসব উপলক্ষে ক্যাম্পাসে সকাল থেকে বর্ণিল শুভযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বইমেলার আয়োজন করা হয়।