সময়ের জনমাধ্যম

বাংলাদেশ সফর স্থগিত করে শ্রীলঙ্কা সফরের পরিকল্পনায় বিসিসিআই

আগস্ট মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু হঠাৎ করেই সফরটি এক বছরের জন্য পিছিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সফর স্থগিত হলেও একই সময়ে শ্রীলঙ্কায় একটি দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের চেষ্টা করছে তারা।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়্যারের তথ্য অনুযায়ী, আগস্টে তিনওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কায় সফরের বিষয়ে আলোচনা চলছে বিসিসিআই এবং শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)-এর মধ্যে। এই সময়ের জন্য আগেই ভারত-বাংলাদেশ সিরিজ সূচিতে ছিল, যেখানে সমানসংখ্যক ম্যাচ খেলার কথা ছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত ৫ জুলাই আনুষ্ঠানিকভাবে জানায়, ভারত-বাংলাদেশ সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। তবে সফর স্থগিতের কারণ স্পষ্ট করেনি তারা।

এ বিষয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সফরের ব্যাপারে আপত্তি তুলেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দিল্লির মতে, ভারত-বাংলাদেশের বর্তমান শীতল কূটনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় এই সফর এখন উপযুক্ত নয়। এতে রাজনৈতিক বার্তা নিয়ে ভুল ব্যাখ্যা হতে পারে।

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) স্থগিত হওয়ায় শ্রীলঙ্কারও আগস্ট মাসের সূচি ফাঁকা। ভারত এবং শ্রীলঙ্কা উভয় দলের ফাঁকা সময় কাজে লাগিয়ে ১৫-২৮ আগস্টের মধ্যে সিরিজ আয়োজনের কথা ভাবছে। ২৯ আগস্ট শ্রীলঙ্কা দলের জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে।

তবে এখনো ভারত-শ্রীলংকা সিরিজ চূড়ান্ত হয়নি। সম্ভাব্য সূচি এবং আয়োজনের দিকগুলো খতিয়ে দেখছে দুই বোর্ড।