সময়ের জনমাধ্যম

বাংলাদেশিদের জন্য ইউএইতে বিনিয়োগ ছাড়াই গোল্ডেন ভিসা

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশিদের জন্য বিনিয়োগ ছাড়া গোল্ডেন ভিসার সুবিধা চালু করেছে। নতুন এই সুযোগের মাধ্যমে বাংলাদেশি নাগরিকরা মাত্র এক লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি দিয়ে আজীবন বসবাসের অনুমতি পাবেন।

ইউএই সরকারের ‘মনোনয়নভিত্তিক’ এই নতুন স্কিমের আওতায় প্রাথমিকভাবে বাংলাদেশ ও ভারতের নাগরিকরা সুযোগ পাচ্ছেন। আগে গোল্ডেন ভিসা পেতে অন্তত ২০ লাখ দিরহাম (প্রায় ৬ কোটি ৬৮ লাখ টাকা) বিনিয়োগ করতে হতো।

নতুন নিয়মে বিনিয়োগের প্রয়োজন নেই, তবে আবেদনকারীর আর্থিক লেনদেন, ফৌজদারি রেকর্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমসহ নানা বিষয় যাচাই করবে কর্তৃপক্ষ। পাশাপাশি সংস্কৃতি, বিজ্ঞান, অর্থনীতি, ব্যবসা বা পেশাগত ক্ষেত্রে অবদানের সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া পরিচালনা করছে ‘রায়াদ গ্রুপ’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আয়ুব বলেন, ‘বাংলাদেশিদের জন্য ইউএই-তে স্থায়ীভাবে বসবাসের এটি এক বড় সুযোগ।’

আবেদন শেষ হলে রায়াদ গ্রুপ প্রয়োজনীয় কাগজপত্র সরকারের কাছে পাঠাবে। অনুমোদন মিললে আবেদনকারীদের আমিরাতে যেতে হবে না। বাংলাদেশ ও ভারতের নাগরিকরা ওয়ান ভাস্কো সেন্টার, রেজিস্টার্ড অফিস, রায়াদ গ্রুপের ওয়েবসাইট বা কল সেন্টার থেকে আবেদন করতে পারবেন।

গোল্ডেন ভিসার আওতায় আজীবন বসবাস ছাড়াও পরিবারের সদস্য, গৃহকর্মী ও ড্রাইভার স্পন্সর করার সুযোগ মিলবে। একইসঙ্গে দেশটিতে যেকোনো ব্যবসা বা চাকরির ক্ষেত্রেও কাজ করার স্বাধীনতা থাকবে।