বাংলাদেশের ক্লাব ফুটবলের ইতিহাস বদলের মিশনে আরেক চমক দিলো বসুন্ধরা কিংস। এবার ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব নিতে আসছেন আর্জেন্টাইন অভিজ্ঞ ট্যাকটিশিয়ান মারিও গোমেজ। ৬৮ বছর বয়সী মারিও গোমেজ ছিলেন একজন টপক্লাস ডিফেন্ডার। আর্জেন্টিনার ফেরো কারিল ওয়েস্তে ক্লাবের হয়ে তিনি ১৯৮২ ও ১৯৮৪ সালে দেশীয় লিগ শিরোপা জিতেছিলেন।
যদিও খেলোয়াড় হিসেবে তেমন খ্যাতি জোটেনি তার। তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান কোচিং ক্যারিয়ারে। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন ক্লাবে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মারিও।
গোমেজ এর আগে মালয়েশিয়া জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশটির ঘরোয়া ফুটবলের অন্যতম জায়ান্ট জোহর দারুল তাজিমকে নেতৃত্ব দিয়েছেন। ক্লাবটি এএফসি কাপের শিরোপা জিতেছিল।
তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন করোনাকালীন ইউরোপের বড় ক্লাবগুলোতে কোচিং করানোর সময়। ভ্যালেন্সিয়া ও ইন্টার মিলানের মতো ক্লাবে কাজ করেছেন গোমেজ। সেই সময় তার হাতে গড়ে উঠেছে একঝাঁক বিশ্ব তারকা। স্যামুয়েল এতো, পাবলো আইমার, রোনালদো নাজারিও কিংবা হার্নান ক্রেসপোর মতো কিংবদন্তি ফুটবলারদের সঙ্গে আর্জেন্টিনার কিংবদন্তি কোচ হেক্তর কুপারের সহকারী হিসেবে সরাসরি কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
বসুন্ধরা কিংস এই প্রথম কোনো লাতিন এক্সপার্টকে কোচ হিসেবে নিতে যাচ্ছে। এর আগে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত কিংসকে সাফল্যের সারথী ছিলেন স্পেনের অস্কার ব্রুজোন। গত মৌসুমে রোমানিয়ার ভ্যালেরিও তিতা দায়িত্বে ছিলেন।
লাতিন কোচ এই প্রথম আসলেও বসুন্ধরা কিংসের হয়ে খেলেছেন আর্জেন্টিনার কয়েকজন তারকা ফুটবলার। জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড হের্নান বারকোস ২০২০ সালে কিংসে খেলেছেন। তারও আগে মিডফিল্ডার নিকোলাস দেলমন্তে এবং সর্বশেষ মৌসুমে ফরোয়ার্ড হুয়ান লেসকানো খেলেছেন কিংসের জার্সিতে।