সময়ের জনমাধ্যম

বশেফমুবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে গুচ্ছভুক্ত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান পরীক্ষার হল পরিদর্শন করেন। তিনি ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানান।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক অধ্যাপক কর্নেল (অব:) কাজী শরীফ উদ্দিন, প্রক্টর ইউসুফ আলীসহ চেয়ারম্যানবৃন্দ পরীক্ষার হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

‘বি’ ইউনিটে বঙ্গমাতা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২২১ জন পরীক্ষার্থী ছিল। এরমধ্যে ১,১৯৯ জন পরীক্ষায় অংশ নেন। উপস্থিতির শতকরা হার ৯৮.২০। আগামী ২৭ মে ‘সি’ ইউনিট ও ৩ জুন ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।