বর্তমান সরকার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, ‘১৭ মাস হয়ে গেল, বর্তমান সরকার আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছেই, কমে নাই।’
দুদু আরও বলেন, ‘তাদের কাছে মানুষের প্রত্যাশাও ছিল অনেক যে, অতীত সরকার পারেনি, এই সরকার পারবে।’
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও মানববন্ধন’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় দুদু বলেন, ‘বাংলাদেশের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে। প্রতিদিনই জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে। সংসার টেনে নিয়ে সামনে এগোনো খুব কষ্টকর হয়ে গেছে। বর্তমান সরকারের উচিত হচ্ছে, তড়িৎভাবে কিছু পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। যদিও তাদের হাতে সময় এখন কম।’
‘আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আমার মনে হয় আর কোনও পথ নেই,’ উল্লেখ করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালো নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে। কিন্তু সেটিরও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না।’
ভোটারদের উদ্দেশে বিএনপি নেতা বলেন, ‘৪০ থেকে ৫০ লাখ শিক্ষিত-অশিক্ষিত বেকার। বাংলাদেশে কাজ নাই। সেই কাজের ব্যবস্থার উদ্যোগ নিতে হবে। সে জন্য ভেবে-চিনতে আমাদের ভোট দিতে হবে। এমন সরকার চাই, যে সরকার অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আমূল পরিবর্তন করে ফেলেছিল।’
‘তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সরকার আসবে, যে সরকারের প্রতিশ্রুতি বাংলাদেশকে গণতান্ত্রিক বসবাসযোগ্য করা। এই দেশকে রক্ষা করার জন্য যে সরকার দায়িত্ব নেবে, সেটি বিএনপি এবং তারেক রহমানের সরকার। এটা আমরা মনে করি। আসুন এই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হই এবং যেকোনও মূল্যে একটি শান্তিপূর্ণ অবস্থা রক্ষা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাই,’ বলেন দুদু।

















