সময়ের জনমাধ্যম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের দায়িত্বও উপাচার্যের

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান অস্থিরতা নিরসনে সিন্ডিকেটের ৮৮তম বিশেষ সভা আহ্বান করেন উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন। শনিবার (৩ এপ্রিল) ঢাকার একটি অতিথিশালায় অনুষ্ঠিত হয় এ সভা।

সভায় বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত ছিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে অপসারণ। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী সাত কর্মদিবসের মধ্যে নতুন রেজিস্ট্রার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ সময় পর্যন্ত উপাচার্য নিজেই অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন।

সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে স্বপদে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আদালতের নির্দেশনা অনুসরণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় যারা মুচলেকা দেবেন, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হবে।

এছাড়া, স্বৈরাচারের সমর্থনে জড়িত থাকার অভিযোগে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তদন্ত করতে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়।

রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম গত ১ ফেব্রুয়ারি পিআরএলে (অবসর পূর্ব ছুটি) গেছেন। তবুও তিনি রেজিস্ট্রারের সব দায়িত্ব পালন করে আসছেন এবং আগের মতো সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন। উপাচার্যের নির্দেশে তার একান্ত সচিব মো. মিজানুর রহমান গত ৩০ জানুয়ারি একটি লিখিত আদেশ দেন, যাতে বলা হয় প্রশাসনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে তার পিআরএল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এই আদেশের কোনো কপি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কারো কাছেই ছিল না।