বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। ছেলে শেহজাদ খান বীর এবং শবনম বুবলীর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি বুবলী সোশ্যাল মিডিয়ায় তাদের কিছু ছবি শেয়ার করেন। তবে শুধু আমেরিকায় ঘুরে বেড়াচ্ছেন তা নয়, শাকিবের ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরি থেকে পরিষ্কার অনুধাবন করা যাচ্ছে, শিগগিরই বড় কোনো ঘোষণা আসছে।
শুক্রবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্টোরিতে শাকিব লেখেন, ‘বড়পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটোছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত, যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়।’
তিনি আরও জানান, ‘খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি, যাতে থাকছে সাহসী, স্মরণীয় ও আইকনিক কিছু।’
এই পোস্ট থেকে স্পষ্ট যে শাকিব নতুন কোনো প্রোজেক্ট বা কাজ শুরু করতে চলেছেন, যা ভক্তদের জন্য বিশেষ কিছু হতে চলেছে।
এদিকে চলতি মাসের শেষের দিকে দেশে ফেরার কথা রয়েছে শাকিবের। সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত একটি সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনাও রয়েছে, যা সম্ভবত ডিসেম্বরে মুক্তি পাবে।