সময়ের জনমাধ্যম

বগুড়ায় বাবাকে মারধরের প্রতিবাদ করে ছেলে খুন

বগুড়ায় বাবাকে মারধরের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় জিন্নাহ প্রামানিক (২৫) নামের এক গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার বড় কুমিড়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জিন্নাহ ওই এলাকার খোরশেদ প্রামানিকের ছেলে ও চট্টগ্রামের একটি গার্মেন্টে কর্মরত ছিলেন। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে।

বগুড়া সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গত সপ্তাহে রোববার (১৬ জুলাই) প্রতিবেশি জিলহকের সাথে জিন্নাহার মায়ের কথা-কাটাকাটি হয়। এই নিয়ে প্রতিবাদ করতে গেলে জিন্নাহার বাবা খোরশেদকে মারধর করে জিলহক। খবর পেয়ে শনিবার (২২ জুলাই) রাতে জিন্নাহ বগুড়ায় আসেন। আজ বিকেলে তিনি বাবাকে মারধরের প্রতিবাদ করতে জিলহকের বাড়িতে যান। এই নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে জিলহক কাঠ কাটার বাটল দিয়ে জিন্নাহর বুকে আঘাত করে পালিয়ে যায়৷ পরে স্থানীয়রা আহত অবস্থায় জিন্নাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি সাইহান ওলিউল্লাহ আরও জানান, খুনি জড়িত জিলহককে গ্রেপ্তারে চেষ্টা চলছে।